করোনা প্রতিরোধে পুলিশের কুইক রেসপন্স টিম গঠন
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে জেলা পুলিশ। জেলার নয় থানার ৪৫ জন সদস্যকে নিয়ে এ টিম গঠন করে দেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
পুলিশের এই টিম নিজেদের সুরক্ষা নিশ্চিত করে অগ্রাধিকার ভিত্তিতে করোনা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করবে। শুক্রবার রাতে জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর্মীদের সহায়তা, জেলা প্রশাসন এবং জেলায় আগত সেনাবাহিনীর সদস্যদের সার্বক্ষণিক সহায়তা দিতে ৪৫ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
করোনায় কেউ আক্রান্ত হলে কিংবা কারও মধ্যে উপসর্গ দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়ার কাজও করবে কুইক রেসপন্স টিম। এছাড়া বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগাবেন টিমের সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ বলেন, জেলার নয় থানায় পাঁচজন করে কুইক রেসপন্স টিমে কাজ করবেন। করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে কোনো খবর এলে এবং সহযোগিতার প্রয়োজন হলে দ্রুত সময়ের মধ্যে এই টিম অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে। সেজন্য এটির নাম কুইক রেসপন্স টিম রাখা রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই টিম মাঠে থাকবে।
আজিজুল সঞ্চয়/এএম/বিএ