সংসদ সদস্যদের জনগণের পাশে থাকার আহ্বান চিফ হুইপের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:১২ পিএম, ৩০ মার্চ ২০২০

করোনায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য সংসদ সদস্যদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সোমবার (৩০ মার্চ) এক বার্তায় চিফ হুইপ বলেন, উন্নত দেশগুলোতে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। তারা হিমশিম খাচ্ছে এ ভাইরাস মোকাবেলায়। ওই সব অনেক দেশের চেয়ে গরিব দেশ বাংলাদেশ। সঙ্গত কারণে করোনাভাইরাস ব্যাপক হারে বাংলাদেশে ছড়িয়ে পরলে ভয়াবহ রূপ নিতে পারে। তাই করোনাভাইরাস গণহারে ছড়ানোর পূর্বেই সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

নূর-ই-আলম চৌধুরী বলেন, ইতোমধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রতিরোধে জাতির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রীর সময়োপযোগী বক্তব্যে জনগণ বেশ সচেতন হয়েছে। এক্ষেত্রে প্রত্যেক সংসদ সদস্য জনগণের পাশে থেকে করোনা সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।

এ কে এম নাসিরুল হক/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।