করোনা মোকাবিলার ৩০ বস্তা চালসহ দুজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ৩১ মার্চ ২০২০

করোনা মোকাবিলায় বিশেষ বরাদ্দের ১০ টাকা কেজির চাল বিক্রি না করে বস্তা বদলে আত্মসাতের সময় ৩০ বস্তা চালসহ দুজনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং এলাকার নিয়ামতপুরের একটি দোকান থেকে চালসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন গৌরারং ইউনিয়ন জাতীয় পার্টির (জাপা) সভাপতি শওকত আলী ও স্থানীয় চালের ডিলার বিপ্লব সরকার।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করোনা সংকটকালীন প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের ১০ টাকা কেজির চাল বিক্রি না করে বস্তা বদলে আত্মসাতের সময় দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মোসাইদ রাহাত/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।