৩০০ বেদে পরিবারকে ১৫ দিনের খাবার দিল পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ৩১ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাইরে চলাচলে নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চরের বেদে সম্প্রদায়ের লোকজন। তারা পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন যাপন করছেন। তাদের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। সোমবার (৩১ মার্চ) বিকেলে শিবচরের বেদে সম্প্রদায়ের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা যায়, দিন এনে দিন খাওয়া বেদে সম্প্রদায়ের লোকজন কোনো রকমে জীর্ণশীর্ণ ছোট ঘরে পরিবার নিয়ে বসবাস করেন। সম্প্রতি করোনায় সংক্রমণ ঠেকাতে প্রশাসনের কঠোর নির্দেশনায় ঘরের বাইরে বের হতে না পারায় চরম দুর্ভোগে পড়েছে এ সম্প্রদায়ের মানুষ। গত এক সপ্তাহ ধরে কর্মহীন হয়ে ঘরে বসে রয়েছে। এতে খাবার সংকটে পড়েছে পরিবারগুলো।

Madaripur-01

এদিকে করোনায় অবরুদ্ধ নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে মাদারীপুর জেলা পুলিশ বেদে সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। সোমবার বিকেলে প্রায় ৩০০ বেদে পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণসহ ১৫ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাদারীপুর জেলা পুলিশের নিজস্ব তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন মাদারীপুরের পুলিশ সুপার মাহবুব হাসান।

এ সময় সহকারী পুলিশ সুপার আবির হোসেন, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ, মাদবচরচর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মাহাবুব হাসান বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে অবরুদ্ধ এলাকার নিম্ন আয়ের মানুষ যাতে অনাহারে না থাকেন সেই লক্ষ্যে বেদে সম্প্রদায়সহ অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে জেলা পুলিশ সার্বক্ষণিক থাকবে। ইতোমধ্যে আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছি।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।