খাদ্য ও পিপিই বিতরণ করছেন এমপি সংগ্রাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৯ এএম, ০১ এপ্রিল ২০২০

নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই ও কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম।

মঙ্গলবার জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের কাছে ৪০ সেট পিপিই তুলে দেন তিনি। যার মধ্যে রয়েছে হেডক্যাপ, হ্যান্ড গ্লোভস, সানগ্লাস, সু কাভার, মাস্ক ও স্যানিটাইজার।

স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, চিকিৎসক ও নার্সরা যেন এগুলো ব্যবহার করে সঠিকভাবে চিকিৎসা দিতে পারেন।

পরে স্থানীয় দরিদ্র কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। সংসদ সদস্য উপজেলার সার্বিক খোঁজ খবর নেন।

সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, আপনারা আতঙ্কিত হবেন না। সচেতন থাকুন। সরকারি নির্দেশনা মেনে চলুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে এবং আমরা আপনাদের পাশে থাকবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার নাজমা আশরাফী, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান প্রমুখ।

এইউএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।