সুনামগঞ্জে হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৪০ পিএম, ০২ এপ্রিল ২০২০

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

গত ১৭ মার্চ তিনি বিদেশ থেকে ফিরে আসেন এবং ওই দিন থেকে প্রশাসনের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ওই ব্যক্তির বয়স ৪৯ বছর। পরিবারের ভাষ্য অনুযায়ী সকাল ৭টায় পেটব্যথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেননি স্বজনরা।

তিনি আরও বলেন, যেহেতু হোম কোয়ারেন্টাইনের সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরে ছিলেন এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যেগ নিয়েছি। পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলেছি।

মোসাইদ রাহাত/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।