শিবচরে বেঁদে পল্লীসহ ১১ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০২ এপ্রিল ২০২০

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরীর পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মাদারীপুরের শিবচরে শতাধিক বেঁদে পরিবারে খাবার সহায়তা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বেঁদে পল্লীতে চিফ হুইপ শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, আটাসহ বিভিন্ন খাদ্য সহায়তা করেন। এ নিয়ে উপজেলার হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও স্বল্প আয়ের প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাবার সহায়তা পৌঁছে দেয়া হলো।

খাদ্য বিতরণকালে শিবচর উপজেলা চেয়ারম্যান মো. সামসুদ্দিন খান, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি আবুল কালাম আজাদ, মাদবরচর ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে মাদারীপুরে হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সদর উপজেলার হাউসদি এলাকায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, জেলা পরিষদের সদস্য ফারুক খান, সাবেক প্রশাসনিক কর্মকর্তা আবু বরক সিদ্দিকসহ অনেকেই।

এ কে এম নাসিরুল হক/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।