শতাধিক শ্রমিককে খাদ্যসামগ্রী দিলেন এক যুবক
করোনা পরিস্থিতিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ওয়ার্কশপ এলাকায় বেকার গাড়িচালক ও বিভিন্ন পেশার শ্রমিকদের মাঝে তরুণ সমাজসেবক আব্বাস উদ্দিন তালুকদারের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হোসেন এসব খাদ্যসামগ্রী গাড়ি চালকসহ শ্রমিকদের মাঝে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ওসি (তদন্ত) আল-মামুন, শায়েস্তাগঞ্জ পৌরসভার কাউন্সিলর খায়রুল আলম, সমাজসেবক জামাল আহমেদ দুলাল, জেলা সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন চৌধুরী, সমাজসেবক এমরান সরদার, আলাউদ্দিনসহ প্রমুখ।
ওসি মোজাম্মেল হোসেন বলেন, এ সময়ে একে অপরের পাশে থাকতে হবে। এখানে তার প্রমাণ পেলাম। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। প্রয়োজনে পুলিশকে জানান। সবাই নিরাপদে থাকুন। নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না। পুলিশ টহলে রয়েছে।
কামরুজ্জামান আল রিয়াদ/এমএএস/পিআর