মাদারীপুরে জ্বর গলাব্যথায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:০৮ এএম, ০৫ এপ্রিল ২০২০
ফাইল ছবি

মাদারীপুরের কালকিনিতে জ্বর ও গলাব্যথায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। রোববার ভোরে ওই ব্যক্তি মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কি না সেটা জানতে স্বাস্থ্য বিভাগ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ওই ব্যক্তির আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পরে শরীরে জ্বর ও গলাব্যথা নিয়ে অসুস্থ হন ওই ব্যক্তি। এ সময় তারা স্থানীয় একজন চিকিৎসকে ডেকে আনলে তিনি কিছু ওষুধ দেন। পরবর্তীতে রোববার ভোরে তিনি মারা যান। পরে কালকিনি থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গিয়ে তার নমুনা সংগ্রহ করে। ওই নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর’এ পাঠানো হবে।

কালকিনি থানার ওসি বলেন, এ ঘটনায় কয়েকটি বাড়ি আমাদের নজরদারিতে রাখা হবে।

নাসিরুল হক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।