নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরায় ফেরা চারজন পরিবারসহ কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ০৭ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জ থেকে সাতক্ষীরার দেবহাটায় ফিরে আসা চারজনের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন।

এর আগে সোমবার (৬ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের মাঝ সখিপুর গ্রামে ফেরেন চারজন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন জানান, করোনায় ঝুঁকিপূর্ণ নারায়ণণগঞ্জ জেলা থেকে গ্রামের বাড়ি ফেরেন চারজন। ঘটনাটি জানার পর তাদের চারটি পরিবারের ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৪ দিন তারা বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না।

তিনি বলেন, প্রশাসন কড়াকড়িভাবে তাদের ওপর নজরদারি রাখবে। কঠোরভাবে তাদের সতর্ক করা হয়েছে। নির্দেশনা উপেক্ষা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।