নরসিংদীতে হাসপাতালের মালির করোনা পজেটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৮ এপ্রিল ২০২০

নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের এক মালির শরীরে করোনাভাইস শনাক্ত হয়েছে। তার পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (৮ এপ্রিল) বিকেলে এ তথ্য জানান জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. এম এন মিজানুর রহমান। ওই মালির বাড়ি রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে জেলা হাসপাতালের ওই মালি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। করোনা উপসর্গ দেখা দিলে মঙ্গলবার (৭ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ। পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার বিকেলে ওই মালির করোনা পজেটিভ দেয় আইইডিসিআর। এ নিয়ে নরসিংদীতে মোট তিনজন করোনা রোগী শনাক্ত হলো।

এর মধ্যে রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের শাহপুর গ্রামের একজন ও ডৌকারচর ইউনিয়নের ডৌকারচর গ্রামের একজন এবং পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার একজনসহ মোট তিনজন।

এদিকে শাহপুর গ্রামসহ আশেপাশের পাঁচটি গ্রাম, ডৌকারচরের একটি গ্রাম এবং পলাশের ইসলামপাড়া গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও ২৩১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সঞ্জিত সাহা/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।