উদ্ধারের পর কফিন দুটি আবারও ভাসিয়ে দিল পুলিশ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ০৯ এপ্রিল ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভারতের ত্রিপুরা থেকে আসা খোয়াই নদীতে দুটি কফিন ভেসে উঠেছে। বৃহস্পতিবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার পুরান বাজার খোয়াই নদীতে রেলওয়ে ব্রিজের কাছে কফিন দুটি ভাসতে দেখে এলাকাবাসীর মাঝে আতঙ্ক দেখা দেয়। এরপর তারা শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নদী থেকে কফিন দুটি উদ্ধার করে। উদ্ধারের পর কফিন দুটি খোলা হলে ভেতরে কিছু পায়নি পুলিশ। পরে পুলিশ কফিন দুটি আবারও নদীতে ভাসিয়ে দেয়।

শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন বলেন, ধারণা করা হচ্ছে খালি কফিনগুলো ভারত থেকে ভেসে এসেছে। উদ্ধারের পর এগুলো আবার নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে। এখন আর কফিন নিয়ে স্থানীয় লোকজনের মাঝে কোনো আতঙ্ক নেই।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।