সুনামগঞ্জে ধান কাটতে বাইরের জেলা থেকে শ্রমিক আনা যাবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ০৯ এপ্রিল ২০২০
ফাইল ছবি

চলতি বোরো মৌসুমে ধান কাটার জন্য বাইরের জেলা থেকে শ্রমিক না আনার সিদ্ধান্ত নিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।

গতকাল বুধবার গৃহস্থদের কাছে এমনই আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.আব্দুল আহাদ জানান, করোনাভাইরাসের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সাধারণ মানুষের জনসমাগম নিষিদ্ধ। প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর-বাড়ি থেকে বের হতে পারবেন না।

ইতোমধ্যে হাওরের বোরো ধানও পাকা শুরু হয়েছে। ধান কাটতে হাওর এলাকায় জেলার বাইরে শ্রমিক আনেন গৃহস্থরা (কৃষক)। কিন্তু এবার করোনা পরিস্থিতির কারণে বাইরের জেলা থেকে ধান কাটার শ্রমিক না আনার আহ্বান জানানো হয়েছে। বিষয়টা সবাইকে জানিয়ে দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, দুর্গম হাওরে ধানকাটার কৃষি শ্রমিকরা রাতে থাকার জন্য স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করতে পারবেন। এছাড়া ধানকাটার মেশিন মেরামতের জন্য ওয়ার্কশপ/দোকান খোলা রাখা যাবে।

মোসাইদ রাহাত/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।