১০ হাজার পরিবারকে খাবার দিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ০৯ এপ্রিল ২০২০

নোয়াখালীতে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকা অসহায় ও হতদরিদ্রদের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম।

চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১০ হাজার পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ি উপজেলা পরিষদ ও চাটখিল জেলা পরিষদ ডাকবাংলো থেকে ত্রাণবোঝাই ট্রাক নিয়ে বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়।

এর আগে জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও পিপিই বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, সোনাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পাল, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর ও সোনাউমুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের।

এদিকে সকালে নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যাহ খাঁনের পক্ষ থেকে জেলা সদরে কর্মরত পত্রিকা হকারদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পৌর ভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা সদরের ২৪ জন হকারের হাতে এক সপ্তাহের চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও সাবান তুলে দেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু।

মিজানুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।