নারায়ণগঞ্জ থেকে দলবেঁধে সিরাজগঞ্জ গিয়ে ৯৬ জন কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০০ পিএম, ১১ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জে ফেরা আরও ৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পাশাপাশি কোয়ারেন্টাইন শেষ হওয়ায় দুজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির।

তিনি বলেন, সিরাজগঞ্জে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরা ৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে ৫২ জন সিরাজগঞ্জ সদর উপজেলার। এছাড়া বেলকুচিতে ২০ জন, উল্লাপাড়ায় ১৬ জন ও কাজিপুর উপজেলায় রয়েছেন আটজন। অপরদিকে ১৪ দিন কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে করোনার কোনো লক্ষণ না থাকায় কাজিপুর উপজেলার দুজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, জেলায় সর্বমোট ৮৩২ জনকে কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছিল। এদের মধ্যে ৫৫৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ২৭৪ জন।

তিনি আরও বলেন, করোনার প্রাথমিক উপসর্গ থাকায় ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছিল। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া তাড়াশের পোশাক শ্রমিকসহ ১২ জনের প্রতিবেদন কয়েক দফায় এসেছে। এদের সবার শরীরে করোনা নেগেটিভ এসেছে। অন্য ২৩ জনের প্রতিবেদন প্রক্রিয়াধীন।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।