যাত্রী পরিবহন করছে অ্যাম্বুলেন্স!
প্রশাসনের চোখে ধুলো দিয়ে অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন যাত্রীরা। যেখানে করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে সেখানে সেবামূলক অ্যাম্বুলেন্স রোগীর নামে যাত্রী পরবহন করছে।
সরজমিনে দেখা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার করেছে। কিন্তু সড়কের বিভিন্ন জায়গায় বেশ কিছু যাত্রী গন্তব্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকছেন। এক পর্যায়ে বেশ কিছু যাত্রী একসঙ্গে হয়ে অ্যাম্বুলেন্সচালককে ম্যানেজ করে বিভিন্ন স্থানে যাচ্ছেন। জরুরি রোগী বহনের জন্য চালু রাখা অ্যাম্বুলেন্সে এভাবে যাত্রী পরিবহন করায় করোনার ঝুঁকি বাড়ছে। কিছু অসাধু অ্যাম্বুলেন্সচালক অতিরিক্ত টাকা পাওয়ার জন্য এমন অবৈধ পন্থা অবলম্বন করছেন।
যেহেতু জরুরি রোগী বহন করার কারণে অ্যাম্বুলেন্স চেক করা হয় না তাই সেই সুযোগ কাজে লাগিয়েই চালকরা অবৈধ এ কাজটি করছেন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ওসি মোজাম্মেল হোসেন বলেন, এ বিষয়টি আমাদের জানা ছিল না। এখন থেকে আমরা নজরদারি রাখবো।
কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমএস