নরসিংদীতে চিকিৎসক-সাংবাদিকসহ ১৬ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৩ এপ্রিল ২০২০

নরসিংদীতে চিকিৎসক ও সাংবাদিকসহ ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ জন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেলের প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস।

অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস বলেন, সোমবার ২৮ জনের নমুনা পরীক্ষা শেষে ১৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল চারজন। আজকের ১৬ জনসহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ জন হলো।

সঞ্জিত সাহা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।