মাগুরায় ৩০ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো ১৭ জন নেগেটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০১:৫৭ এএম, ১৪ এপ্রিল ২০২০

মাগুরা জেলাতে করোনা উপসর্গে যাদেরকে আইসোলেশনে রাখা হয়েছিল তাদের কারোনাভাইরাসের সংত্রমণ ধরা পড়েনি। রোববার মাগুরা সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। গত ৬ এপ্রিল মাগুরা পুরাতন বাজার থেকে করোনা উপসর্গে তিনজনকে মাগুরা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়।

তিনি জানান, মাগুরা পুরাতন বাজার এলাকার এক ব্যাংকার ও তার পরিবারের দু’জনের শরীরে কোনো করোনা উপস্থিতি মেলেনি। মাগুরা থেকে করোনা উপসর্গে এ পর্যন্ত ৩০ জনের নমুনা ঢাকা আইইডিসিআর এ পাঠানো হয়।

রোববার পর্যন্ত মোট ১৭ জনের ফলাফল সেখান থেকে পাওয়া গেছে। যেখানে সবারই করোনা নেগেটিভ ফলাফল এসেছে। অর্থ্যাৎ মাগুরাতে প্রাপ্ত নমুনার ফলাফলে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত কাউকে পাওয়া যায়নি।

আরাফাত হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।