নরসিংদীতে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ১৪ এপ্রিল ২০২০

নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। প্রতিদিন আক্রান্তের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। বাদ যায়নি চিকিৎসক, সাংবাদিকসহ স্বাস্থ্য কর্মী। গত ২৪ ঘণ্টায় এ জেলার ৪টি উপজেলায় নতুন করে আরও ৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট ২৮ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ২০ জন নরসিংদীর বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন।

মঙ্গলবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে প্রাপ্ত রিপোর্টের পর বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, নরসিংদী জেলায় এ পর্যন্ত সাংবাদিক, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গতকাল সোমবার ৪৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ৪৭ জনের মধ্যে ৮ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

এরই মধ্যে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যেই সেখানে করোনাভাইরাস শনাক্তদের চিকিৎসা দেয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৬ জন, পলাশ উপজেলায় ২ জন, শিবপুরে ১ জন, রায়পুরায় ৪ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ৩ জন রয়েছে। এদের মধ্যে ২০ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।

সঞ্জিত সাহা/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।