মসলায় বালু ও ধানের কুঁড়া মিশিয়ে বাজারে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:২৮ পিএম, ১৫ এপ্রিল ২০২০

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসলায় বালু ও ধানের কুঁড়া মেশানোর দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার পুটিজুরি ইউনিয়নের আহমেদপুর গ্রামের মৃত হীরা আহমেদের ছেলে জোনায়েদ আহমেদ।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার বলেন, মঙ্গলবার রাতে ত্রাণ বিতরণ করতে যাই। এ সময় একটি মসলার মিল দেখতে পেয়ে সেখানে যাই। সেখানে ভেজালমিশ্রিত নানা মসলা তৈরির দৃশ্য চোখে পড়ে। মসলার গুঁড়ার সঙ্গে বালু ও ধানের কুঁড়া মিশিয়ে পরিমাণ বাড়িয়ে বাজারে বিক্রি করা হয়। এমন অবস্থা দেখাতে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।