হবিগঞ্জে করোনার উপসর্গ নিয়ে কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:২৭ পিএম, ১৬ এপ্রিল ২০২০

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে দাফন করা হয়েছে।

এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন।

তিনি বলেন, উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের আলফাজ উদ্দিনের মেয়ে (১২) গত ১০-১২ দিন ধরে জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিল। বুধবার তাকে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যেতে চায় স্বজনরা। ইতোমধ্যে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে রাখা হয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যদের অনুরোধে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পরিবারের সদস্যরা তাকে সেখানে না নিয়ে বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার মেয়েটি মারা যায়। বিকেলে তাকে দাফন করা হয়। এরপর থেকে তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, কিশোরীর পরিবারের সদস্যরা নিজে থেকেই কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা নিজেরাই বাড়িটি লকডাউন করে দিয়েছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।