শরীয়তপুরে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে পিয়নের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ১৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক বেসরকারি ব্যাংকের পিয়নের (১৮) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চামটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চামটা এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর সকাল ১০টার দিকে করোনা পরীক্ষার জন্য ওই ব্যাক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি তার বাড়ি ও আশপাশের ৩০টি বাড়ির লোকজনসহ তার সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম।

এ ব্যাপারে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম জানান, দুই-তিন দিন যাবত ওই ব্যক্তির জ্বর। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয় । শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য তা আইইডিসিআরে পাঠানো হবে। দুপুরে নড়িয়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটি তার দাফন সম্পন্ন করবে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি ও তার বাবা গত ২৫ মার্চ ঢাকা থেকে শরীয়তপুরে আসেন। পরে তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখে উপজেলা প্রশাসন। কোয়ারেন্টাইন থেকে মুক্ত হন ৭ এপ্রিল। ওই ব্যক্তি ঢাকার গুলশানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে পিয়নের চাকরি করতেন। আর তার বাবা কাঁচা মালের ব্যবসা করতেন। বাবা ও ছেলে এক সঙ্গেই ঢাকায় থাকতেন।

উল্লেখ্য, বর্তমানে শরীয়তপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচজন। আর নড়িয়া উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ছগির হোসেন/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।