ঠাকুরগাঁওয়ে ত্রাণের দাবিতে সড়কে কর্মহীন মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ২০ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ঠাকুরগাঁও পৌরসভার ৯নং ওয়ার্ডের মানুষ ত্রাণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। রোববার বিকেলে টাঙ্গন নদী সংলগ্ন বালিয়াডাঙ্গী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে কয়েকশ পরিবার। সড়ক অবরোধের কারণে রাস্তার উভয় পাশের জরুরি কাজে নিয়োজিত যানবাহনগুলো আটকে পড়ে।

পরিবারগুলোর অভিযোগ সরকার ও পৌরসভা থেকে তারা কোনো প্রকার সহায়তা পাননি। কাউন্সিলর তাদের কাছ থেকে সহায়তা দেয়ার কথা বলে ভোটার আইডির ফটোকপি কয়েকবার নিয়ে গেলেও আর কোনো প্রকার যোগাযোগ করেননি। এ সময় তারা ত্রাণের দাবিতে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে নিয়ে স্লোগান দেয়।

thakurgaon

এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ত্রাণের বিষয়ে আশ্বস্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুদ্দিন।

এ সময় তিনি জানান, ইতিমধ্যে আমরা পৌরসভা ও উপজেলার বেশির ভাগ মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার সকলের জন্য ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। যারা পায়নি পর্যায়ক্রমে তাদের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসকের এমন আশ্বাসে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তানভীর হাসান তানু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।