ত্রাণ বিতরণের দায়িত্বে অবহেলা, ট্যাগ কর্মকর্তাকে শোকজ
ত্রাণ বিতরণের দায়িত্বে অবহেলার অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দুলাল চন্দ্রকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার তাকে শোকজ করা হয়।
দুলাল চন্দ্র সদর উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা ও সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ত্রাণ বিতরণে ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী বলেন, ত্রাণ বিতরণ কার্যক্রমে মনিটরিংয়ের জন্য সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্রকে ঝাউডাঙ্গা ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়। তবে তিনি দায়িত্ব পালনে অবহেলা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অনুপস্থিত থাকার প্রমাণ পাওয়া যায়।
তিনি বলেন, দায়িত্বে অবহেলা ও ত্রাণ বিতরণ কার্যক্রম অনুপস্থিত থাকার কারণে তাকে শোকজ করা হয়েছে। ত্রাণ কার্যক্রমে কোনো অনিয়ম হলে ছাড় নয়।
আকরামুল ইসলাম/এএম/জেআইএম