মাগুরায় প্রথম করোনা রোগী শনাক্ত
মাগুরা সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের মিহিডাঙ্গা গ্রামে ২৬ বছরের এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই যুবকই মাগুরার প্রথম করোনা রোগী।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যশোরে ৪ জন, নড়াইলে চার চিকিৎসকসহ ৫ জন, কুষ্টিয়ায় ২ জন, মেহেরপুরে ১ জন এবং মাগুরায় ১ জনসহ মোট ১৩ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন জনাব ডা. শেখ মো. আবু শাহিন বিষয়টি নিশ্চিত করছেন।
এ বিষয়ে মাগুরা জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মাগুরায় করোনা ভাইরাসে আক্রান্ত ওই যুবক ঢাকার একটি গার্মেন্ট কারখানায় কাজ করতেন। তিনি গত ১৭ এপ্রিল মাগুরায় আসেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে নমুনা সংগ্রহের পর যশোরে পাঠানো হয়। আজ বুধবার তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগের ও প্রশাসনের একটি টিম আক্রান্ত যুবকের বাড়ি পরিদর্শনে গেছে এবং পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
আরাফাত হোসেন/এফএ/এমকেএইচ