করোনা থেকে বাঁচাতে নরসিংদী ফায়ার সার্ভিসের নতুন উদ্যোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২২ এপ্রিল ২০২০

নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্তদের বাড়িতে জীবাণূনাশক পানি ছেটানো শুরু করেছে নরসিংদী ফায়ার সার্ভিস। প্রাণহানী রুখতে আক্রান্তদের ও তাদের আশপাশের বাড়ি ও এলাকায় জীবাণুনাশক ছেটানো হচ্ছে। একইসঙ্গে নরসিংদী শহরের রাস্তাঘাটসহ অলি-গলি জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন দু’বেলা জীবাণুনাশক পানি ছেটানো হচ্ছে। বুধবার সকাল থেকে নরসিংদী ফায়ার সার্ভিসের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

পৌর শহরের হেমেন্দ্র সাহার মোড় সংলগ্ন এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাসা থেকে এই কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালায়সহ প্রধান প্রধান সড়ক ও শহরের অলি-গলি ঘুরে রাস্তা-ঘাট ও কোভিড-১৯ এ আক্রান্তদের বাড়িতে জীবাণুনাশক পানি ছেটানো হয়।

jagonews24

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহিন আলম জানিয়েছেন, করোনাভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। এর হাত থেকে নরসিংদীও বাদ যায়নি। তাই করোনাভাইরাস মোকাবেলা ও প্রতিরোধের জন্য শহরব্যাপী জীবাণুনাশক ছেটানোর কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি ও আশপাশের এলাকায়ও জীবাণুনাশক ছেটানো হচ্ছে যাতে করে প্রানঘাতি এই ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়তে না পারে।

সঞ্জিত সাহা/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।