মুকসুদপুর থানার আরেক পুলিশসহ ১৭ সদস্য করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ২২ এপ্রিল ২০২০

গোপালগঞ্জের মুকসুদপুর থানার আরও এক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে মুকসুদপুর থানার মোট ১৭ পুলিশ সদস্যের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২১ এপ্রিল মঙ্গলবার ওই পুলিশ সদস্যের নমুনা পরীক্ষার পর করোনার অস্তিত্ব ধরা পড়ে। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএই অ্যান্ড এফপিও ডা. মাহমুদর রহমান জানান, মুকসুদপুর থানার নতুন ১২ পুলিশ সদস্য এবং অপর একজন সাধারণ নাগরিকের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছিল। এদের মধ্যে পুলিশের একজন এএসআইয়ের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত পুলিশ সদস্যসহ মুকসুদপুর থানার ১৭ পুলিশ সদস্যকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

এসএম হুমায়ূন কবীর/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।