সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ঠাকুরগাঁওয়ের করোনা আক্রান্ত যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ২৩ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান।

সিভিল সার্জন জানান, গত ১১ এপ্রিল পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের ২২ বছরের যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকেই ওই যুবককে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হয়েছিল। পরে ১৭ এপ্রিল আবারও আক্রান্ত যুবকের নমুনা পুনরায় সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরীক্ষা-নীরিক্ষা শেষে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মেলেনি। এজন্য বুধবার ওই যুবককে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয়া হয়। তবে তাকে বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখব।

তিনি আরও বলেন, সুস্থ ওই যুবকের ৩য় বারের মতো নমুনা সংগ্রহ করে আজ রংপুরে পাঠানো হয়েছে। তবে ওই যুবকের পরিবারের ৫ সদস্যদের কারও শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসে আক্রান্ত ৮ জনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। এ জেলা থেকে ৪৫৮ জনের নমুনা সংগ্রহ করে রংপুরে পাঠানো হয়েছে এবং ২৭৯ জনের নমুনার ফলাফল পাওয়া গেছে।

এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।