বিয়ের দাবিতে ‘ধর্ষকের’ বাড়িতে তরুণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ২৩ এপ্রিল ২০২০

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ‘ধর্ষণের’ অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে থানায় অভিযোগ দিয়েছেন ‘ধর্ষণের শিকার’ তরুণীর বাবা।

পাশাপাশি ‘ধর্ষণের শিকার’ তরুণী বিয়ের দাবিতে বর্তমানে ‘ধর্ষকের’ বাড়িতে অবস্থান করছেন। এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের গুরুমশৈল বিলপাড়া ধানক্ষেতে তরুণীকে ‘ধর্ষণ’ করেন আমিন হোসেন পরান (২২) এক যুবক। আমিন হোসেন গুরুমশৈল বিলপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে।

‘ধর্ষণের শিকার’ তরুণীর মা জানান, মঙ্গলবার দুপুরে মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির অদূরে ধানক্ষেতে মেয়েকে ‘ধর্ষণ’ করতে দেখেন তিনি। এ সময় আমিন হোসেন পরানকে হাতেনাতে আটক করা হয়। তখন বিয়ের প্রতিশ্রুতি দিলে তাদের বাড়িতে নিয়ে যান। পরে বাড়ি থেকে কৌশলে পালিয়ে যান আমিন হোসেন।

এ ঘটনার বিচার চাইলে পরের দিন স্থানীয় জনপ্রতিনিধি তাইজ উদ্দিন মিয়া মেয়েকে আমিন হোসেনের বাড়িতে রেখে আসেন। কিন্তু সারাদিন বিচার না করায় বুধবার রাতে থানায় অভিযোগ দেন তরুণীর বাবা।

বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস বলেন, তরুণীকে ধর্ষণের অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।