হবিগঞ্জে করোনাভাইরাসে আরও তিনজন আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০১:৪০ এএম, ২৪ এপ্রিল ২০২০

হবিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীসহ আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

ডেপুটি সিভিল সার্জন বলেন, আক্রান্তদের মধ্যে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মী রয়েছেন। অপর দুজনের একজন বাহুবল, আরেকজন আজমিরীগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের বয়স ২০ থেকে ৩৩ এর মধ্যে। তাদেরকে শুক্রবার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে আনা হবে। তাদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

তিনি বলেন, এর আগে জেলায় আরও ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।