সুনামগঞ্জে চিকিৎসকসহ আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

সুনামগঞ্জে চিকিৎসকসহ নতুন করে আরও আটজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ছয়জন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৪ জন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়ায় সবাইকে বাসায় অবস্থান করার পরামর্শ দিয়েছেন তিনি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিলেট বিভাগে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এর মধ্যে সুনামগঞ্জের আটজনের নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।

এরা হলেন- সুনামগঞ্জ সদর হাসপাতালের একজন চিকিৎসক, জামালগঞ্জ উপজেলার দক্ষিণ কামলাবাজ এলাকার ঢাকা ফেরত এক শিশু (১০), একই এলাকার আরেক শিশু (১২), শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের গাড়িচালক (২৯), বাহারা ইউনিয়নের ইয়ারাবাদ গ্রামের এক যুবক (২৯) , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া গাড়িচালক (২৩), ছাতক উপজেলার মন্ডলীভোগ এলাকার এক যুবক (৩৫) এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্তি গ্রামের এক যুবক (২৩)।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, একজন চিকিৎসকসহ সুনামগঞ্জে নতুন করে আরও আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমরা তাদের আইসোলেশনে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। তাদের মধ্যে কয়েকজন ঢাকা ফেরত। তাই আমরা তাদের পরিবারেরও নমুনা সংগ্রহ করবো।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর আগে সুনামগঞ্জ সদর উপজেলার বেরীগাঁওয়ে এক নারী ও দোয়ারাবাজার উপজেলার চন্ডিপুর গ্রামের এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ঢাকা থেকে পালিয়ে আসা অপর এক করোনা আক্রান্ত ব্যক্তিকে সদর হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

মোসাইদ রাহাত/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।