গোপালগঞ্জে চিকিৎসক-নার্স আক্রান্ত, করোনামুক্ত হলেন ৭ পুলিশ সদস্য
গোপালগঞ্জে নতুন করে এক চিকিৎসক ও এক নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। সুস্থ হয়ে সাত পুলিশ সদস্যসহ ৯ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
মুকসুদপুর থানার করোনা আক্রান্ত সাত পুলিশ সদস্য সুস্থ হয়ে মুকসুদপুর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ড থেকে শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ছাড়া পেয়েছেন। এর আগে বুধবার (২২ এপ্রিল) বিকেলে করোনায় আক্রান্ত এক দম্পতি সুস্থ হয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়ি ফেরেন। এ নিয়ে গোপালগঞ্জে ৯ জন সুস্থ হলেন।
শুক্রবার রাতে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মুকসদুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল অফিসার (২৭) ও কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্স (৪৭) করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন। ওই নার্সের বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টেইনে রাখা হয়েছে। এছাড়া আক্রান্ত চিকিৎসককে হাসপাতালের ডাক্তার কোয়ার্টারে রেখে কোয়ার্টার লকডাউন করা হয়েছে।
সিভিল সার্জন অফিস জানিয়েছে, এ পর্যন্ত মুকসুদপুরে এক চিকিৎসক ও ১৭ পুলিশ সদস্যসহ ১৮ জন, গোপালগঞ্জ সদরে সাতজন, টুঙ্গিপাড়ায় সাতজন, কাশিয়ানীতে পাঁচজন ও কোটালীপাড়া উপজেলায় একনার্সসহ দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসক ও নার্স বাদে ২৮ জনকে সংশ্লিষ্ট উপজেলার আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহামুদুর রহমান জানান, হাসপাতাল থেকে ছাড় পাওয়া সুস্থ ৭ পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইনে থাকবেন। এ ব্যাপারে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়েছে। এগুলো মেনে চললে তারা ভালো থাকবেন।
আরএআর/এমএস