দাম বেশি রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ২৫ এপ্রিল ২০২০

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজার, মনোহর বাজার, আমিন বাজার ও বুড়িরহাট বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর শরীয়তপুর জেলা কার্যালয়।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বাজারগুলোর ৮০ ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় তিন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক নিত্যপ্রয়োজনীয় জিনিস বেশি দামে বিক্রি করায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

jagonews24

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, বাজারগুলোতে ওষুধের দোকান, চালের দোকান, মুদি দোকান, সবজি দোকান ও মাংসের দোকানসহ ৮০ ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। বেশি দাম রাখায় তিন প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা করার পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে নির্দেশ দেয়া হয়। সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য ভোক্তাদের উদ্দেশ্যে মাইকিং করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় শরীয়তপুর জেলা ক্যাবের সভাপতি বিল্লাল হোসেন খান ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

মো. ছগির হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।