ইফতার নিয়ে বাড়ি বাড়ি গেলেন ডিসি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৬ এপ্রিল ২০২০

ত্রাণ ও ইফতার সামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়িতে হাজির হচ্ছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান। রোববার বিকেলে শহরের চৌধুরী বাজার, বগলা বাজার, খোয়াই মুখ, খোয়াই বাঁধ এলাকাসহ আশপাশের কয়েকটি এলাকায় এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, পৌর মেয়র মো. মিজানুর রহমান মিজান, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী।

habigonj-(2)

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, এখন মানুষের দুঃসময়। কেউ কাজ করতে পারছেন না। পাশাপাশি রমজান মাস। এ অবস্থায় মানুষের খাবার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু আমার কথা হলো ত্রাণ দেয়ার নামে কাউকে বাইরে বের করে এনে বিপদে ফেলা যাবে না। সে লক্ষ্যে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেয়া হচ্ছে। এখন সবার ঘরে ইফতার সামগ্রী উপহার হিসেবে পাঠানো হচ্ছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।