লক্ষ্মীপুরে মারা যাওয়া যুবকের করোনা নেগেটিভ, আক্রান্ত তিন ভাই-বোন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৫৯ পিএম, ২৭ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরের রামগতিতে উপসর্গ নিয়ে মারা যাওয়া এক যুবকের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস নেগেটিভ এসেছে। তবে তার সংস্পর্শে আসা তিন ভাই-বোনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, অনেক সময় নির্ধারিত সময়ের পর মৃত ব্যক্তির করোনা নেগেটিভ হয়ে যায়। নমুনা সংগ্রহে বিলম্ব হওয়ায় মারা যাওয়া ওই যুবকের করোনা নেগেটিভ এসেছে। তবে তার পরিবারের তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল এলাকার ওই যুবক ঢাকা থেকে বাড়িতে আসেন। শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল তিনি মারা যান। পরে করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে। একই সঙ্গে তার সংস্পর্শে আসা দুই ভাই ও এক বোনের নমুনাও সংগ্রহ করা হয়। রোববার (২৬ এপ্রিল) রাতে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে নমুনাগুলোর ফলাফল আসে। এতে মারা যাওয়া যুবকের করোনা নেগেটিভ হলেও তার তিন ভাই-বোনের পজিটিভ আসে।

সংস্লিষ্টদের ধারণা- মারা যাওয়া যুবক করোনায় আক্রান্ত ছিলেন। তার সংস্পর্শে আসায় পরিবারের অন্য তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা সংগ্রহে দেরি হওয়ায় ওই যুবকের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

রামগতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম জানান, এ উপজেলায় নতুন তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা চারজন। প্রথমজন নারায়ণগঞ্জ থেকে আসা উপজেলার চর আলেকজান্ডার এলাকার এক বৃদ্ধ।

কাজল কায়েস/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।