হবিগঞ্জে দুই শতাধিক অসহায়কে খাদ্যসামগ্রী দিল আরএফএল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৭ এপ্রিল ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জে নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকালে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নিম্নআয়ের দুই শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপের রুকনপুর ডিপো।

এ সময় নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইজাজুর রহমান, পানিউমদা ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল মিয়া ও আরএফএল গ্রুপের রুকুনপুর ডিপোর ইনচার্জ মোহাম্মদ শাহিন আলমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য বিতরণের সময় পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান মো. ইজাজুর রহমান প্রাণ-আরএফএল গ্রুপের ভূয়সী প্রশংসা করেন। দেশের এই সংকটে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

jagonews24

তিনি বলেন, হবিগঞ্জে প্রাণ-আরএফএল শিল্পপ্রতিষ্ঠানটির কারণে এই জেলার মানুষের বেকারত্ব দূর হয়েছে। হাজার হাজার বেকারের কর্মসংস্থান হয়েছে। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশের চলমান সংকটেও প্রতিষ্ঠানটির সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি।

রুকনপুর ডিপোর ইনচার্জ শাহিন আলম বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে প্রাণ-আরএফএল গ্রুপ তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।