লক্ষ্মীপুরে করোনা উপসর্গে শতবর্ষী বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০২০
ফাইল ছবি

লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে নুর মোহাম্মদ নামে শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মৃতদেহ থেকে জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে।

জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে সোমবার সকালে বৃদ্ধ নুর মোহাম্মদ মারা যান। তিনি লক্ষ্মীপুর পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলী এলাকার বাসিন্দা। তবে স্বজনরা দাবি করছেন বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়েছে।

‘মানব কল্যাণ’ নামের স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্বাস্থ্যবিধি মেনে তার দাফন-কাফন সম্পন্ন করেছে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফফার বলেন, করোনা উপসর্গ থাকায় তার মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

কাজল কায়েস/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।