রায়পুরে মাসব্যাপী কৃষকের ধান কেটে দেবে যুবলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ২৭ এপ্রিল ২০২০

লক্ষ্মীপুরের রায়পুরে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা।

সোমবার (২৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের কৃষক বাসেদ আখনের ১ একর জমির ধান কেটে দিয়েছে নেতাকর্মীরা। রায়পুর উপজেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপী এ কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে। ধান কাটার জন্য ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে আলাদা কমিটি গঠন করা হয়।

Lakshmipur-Jubolig-2

চরলক্ষ্মী গ্রামে রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ম-আহ্বায়ক কৌশিক আহম্মেদ সোহেল, জহির পাটওয়ারীসহ ১৫-২০ জন নেতাকর্মী কাঁচি হাতে কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন। পরে ধানগুলো মাড়াই শেষে তারা কৃষকের ঘরে তুলে দিয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সোনাপুর ইউনিয়নে এক কৃষকের ধান কেটে দেয়া হবে।

Lakshmipur-Jubolig-2

যুবলীগ নেতারা জানায়, করোনভাইরাসের প্রাদুর্ভাবরোধে শ্রমিকরা গৃহবন্দি আছেন। তারা ঝুঁকি নিয়ে কাজ করতে কেউই রাজি নয়। কিন্তু শ্রমিক সংকটে কৃষকের পাকা ধান মাঠে পড়ে আছে। কালবৈশাখী ঝড়ে ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে কৃষকদের। এ সংকট নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলা যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কৃষকে ধান কাটার কর্মসূচি হাতে নিয়েছে। একমাস তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে। এজন্য উপজেলার ১০টি ইউনিয়নে ভিন্ন করে ধান কাটার জন্য কমিটি করা হয়েছে। তৃণমূল পর্যায়ের যেসব কৃষক শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে দেবে কমিটির সদস্যরা। ইতোমধ্যে সেই সব কৃষককে বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে।

Lakshmipur-Jubolig-1

এ ব্যাপারে রায়পুর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মামুন বিন জাকারিয়া বলেন, করোনারোধে সরকারের নির্দেশনায় শ্রমজীবিরা গৃহবন্দি হয়ে আছেন। ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নেতাকর্মীদের নিয়ে কৃষকের ধান কেটে দিতে কমিটির মাধ্যমে কার্যক্রম শুরু করেছি। মাসব্যাপী এ কার্যক্রম চলবে।

কাজল কায়েস/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।