ঠাকুরগাঁওয়ে নতুন করে সাতজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৭ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁওয়ে নতুন করে করোনাভাইরাসে সাতজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ জন। এছাড়া ২৪ ঘণ্টায় জেলা থেকে ১২ জনের নতুন নমুনা পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সোমবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুননবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তরা হলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২ জন, বালিয়াডাঙ্গীতে ১ জন ও হরিপুর উপজেলায় ৪ জন।

এছাড়াও রংপুর সদরে ৫ জন, তারাগঞ্জে ৩ জন, বদরগঞ্জে ১ জন, পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ জন ও দিনাজপুরের হাকিমপুরে ১ জন আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, আমরা নিয়মিত নমুনা সংগ্রহ করছি। আজ শনাক্ত হয়েছে সাতজনের। তবে মেইল পেলে বলা যাবে এরা সবাই নতুন রোগী নাকি আগের শনাক্ত হওয়া রোগী।

কারণ প্রথমে করোনা শনাক্ত হওয়ার পর আবারও ৭ দিন পর ওই রোগী ভালো হয়েছে কি না তা জানতে নমুনা পাঠাতে হয়। বিস্তারিত মেইল পেলে জানানো হবে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।