সুনামগঞ্জে ১১ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ১২:৫৪ এএম, ২৮ এপ্রিল ২০২০

সুনামগঞ্জ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১ জন। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে সিলেট বিভাগের ১৮০ জনের করোনা পরীক্ষা করা হলে তার মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়।

এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ১১ জন ও বাকি ২ জন সিলেটের। সুনামগঞ্জের ১১ জনের মধ্যে বিশ্বম্ভরপুরের ৪ জন, দোয়ারবাজার উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন ও জগন্নাথপুর উপজেলায় ১ জন রয়েছেন বলে জানা গেছে।

এ নিয়ে ঢাকা থেকে পালানো রোগীসহ সুনামগঞ্জে মোট করোনা রোগীর সংখ্যা ২৭ জন। যার মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাসম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে সুনামগঞ্জের ১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

মোসাইদ রাহাত/এমএএস/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।