ধর্মপাশায় করোনা উপসর্গে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২৮ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় করোনা উপসর্গে ১৮ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে মঙ্গলবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ওই কিশোর, তাকে চিকিৎসা দেয়া ডাক্তার ও নার্সসহ ৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পঠিয়েছে। তাছাড়া তাকে আজ সকালেই স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার বলেন, করোনা উপসর্গ থাকায় আমরা তার নমুনা সংগ্রহ করেছি। একইসঙ্গে তাকে সেবা দেওয়া ডাক্তার, নার্সসহ ৮ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ হাসপাতালে পাঠিয়েছি।

মোসাইদ রাহাত/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।