করোনার দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় ওসি প্রত্যাহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৮ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

করোনাভাইরাসের সংক্রমণরোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে ক্লোজড করা হয়েছে।

গতকাল সোমবার তাকে ক্লোজড করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সম্প্রতি বানিয়াচংয়ে বেশকিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছেন। তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারের সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে পুলিশ।

কিন্তু বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করেন। এ কারণে তাকে পুলিশ সদর দপ্তরের আদেশে ক্লোজড করা হয়েছে। বর্তমানে সেখানে ওসি (তদন্ত) ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।