করোনা আক্রান্ত কৃষকের ধান কেটে দিলেন ইউএনও
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের নেতৃত্বে করোনা আক্রান্ত এক কৃষকের ২০ শতাংশ জমির পাকা ধান কেটে দেয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এই ধান কাটা হয়। বুধবার (২৯ এপ্রিল) ধান মাড়াই করে তাদের ঘরে তুলে দেয়া হবে।
ধান কাটায় অংশগ্রহণকারী লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউপি চেয়ারম্যান মাহেনারা পারভীন জানান, ওই কৃষকের পরিবারের কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। এজন্য তাদের জমির ধান কেটে দেয়া হয়েছে। মাড়াই করে ধানগুলো তাদের ঘরে তুলে দেয়া হবে।
এদিকে মমতার পরশ দিয়ে রামগঞ্জবাসীকে আগলে রাখতে সবসময় কাজ করে যাচ্ছেন ইউএনও মুনতাসির জাহান। অসহায় ও মধ্যবিত্তদের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছেন। অসহায় মানুষের কাছে তিনি পথপ্রদর্শক হিসেবে পরিচিত।
প্রসঙ্গত, রামগঞ্জ উপজেলায় ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত। এরমধ্যে একজনকে ঢাকার কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
কাজল কায়েস/এফএ/পিআর