নাটোরে করোনাভাইরাসে আক্রান্ত ৩ এলাকা লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৯ এপ্রিল ২০২০

নাটোরে আটজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় জেলার তিনটি এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সিংড়া উপজেলায় সর্বোচ্চ পাঁচজন আক্রান্ত হওয়ায় সিংড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

অপরদিকে গুরুদাপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন এবং নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়ন এলকা লকডাউন করা হয়েছে। এছাড়া নাটোর শহরের তেবাড়ীয়া এলাকার আরমানীর মোড় এলাকা লকডাউন করা হয়েছে। লকডাউন করা এলাকায় সকল প্রকার গণপরিবহন চলাচল, হাটবাজার, দোকানপাট বন্ধ থাকবে।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সকলকে ঘরে থেকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলার অনুরোধ করেন।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান জানান, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা ভালো আছেন। তাদের সংস্পর্শে কারা এসেছিলেন সে বিষয়ে খোঁজ খবর নিয়ে তাদেরকে কোয়ারেন্টাইনে নেয়ার কাজ চলছে।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।