রিকশাচালক-ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন মেয়র
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে সঙ্কট মোকালিবায় একের পর এক মানবিক সহয়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৮ এপ্রিল) শহরের বিভিন্ন স্থানে নোয়াখালী পৌরসভার গাড়িযোগে রিকশাচালক থেকে শুরু করে ছিন্নমূল মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছেন তিনি।
একই সঙ্গে পৌর বাজারের বকশিমিজির পুল, জামে মসজিদ মোড়, টাউনহল মোড়, বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড ও মাইজদি বাজার এলাকায় ইতফার বিতরণ করা হয়। এ সময় ফুটপাতের ছোট ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝেও ইফতার বিতরণ করা হয়।
পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খান সোহেল বলেন, রমজান মাসজুড়ে পৌরসভার পক্ষ থেকে শহরের ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হবে। কোনো মানুষ যেন না খেয়ে থাকেন সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
এর আগে নোয়াখালী পৌরসভায় কর্মহীন হয়ে পড়া ১০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা, পত্রিকার হকারদের খাদ্য সহায়তা, সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী, পৌর শহরের নাগরিকদের বাসায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন মেয়র।
মিজানুর রহমান/এএম/এমকেএইচ