৯ জনের করোনাভাইরাস শনাক্তের পর নাটোর লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০২:১৫ পিএম, ৩০ এপ্রিল ২০২০

গত দুইদিনে ৯ জনের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিল সার্জনের গত ২৯ এপ্রিলের পাঠানো পত্র এবং ৩০ এপ্রিল করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হল। আজ বিকেল ৩টা থেকে জেলার বাইরে কোনো লোক যেতে বা আসতে পারবে না। এমনকি এক উপজেলার লোক অন্য উপজেলায় যেতে পারবে না।

সকল ধরণের গণপরিবহণ ও গণজমায়েত নিষিদ্ধ করা হলো। সামাজিক দূরত্ব বলবৎ নির্দেশনা আগের মতই বহাল থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা, ব্যাংকিং, খাদ্যপণ্য, কৃষি, ওষুধের দোকান, এবং সংবাদপত্র এ আদেশের বাইরে থাকবে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।