মায়ের পর ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০১ মে ২০২০
ফাইল ছবি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মায়ের পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তার ছেলে (১৩)। ওই নারীর পরিবারের নমুনা পরীক্ষার ফলাফল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাঠানো হলে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তার ছেলের করোনা পজেটিভ পাওয়া যায়। ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় তিনজন, বিশ্বম্ভরপুর উপজেলায় চারজন, শাল্লা উপজেলায় তিনজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় চারজন, জগন্নাথপুর উপজেলায় তিনজন, জামালগঞ্জ উপজেলায় দুইজন, ধর্মপাশা উপজেলায় তিনজন, দোয়ারাবাজার উপজেলায় চারজন এবং দিরাই উপজেলায় একজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া অনুযায়ী, গত মঙ্গলবার পাঁচটি ধাপে এ উপজেলা থেকে মোট ৪৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হলে ওই নারীসহ আরও একজনের করোনা শনাক্ত হয়। ওই নারী কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে ফেরায় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পাঠালে বৃহস্পতিবার রাতে ছেলের করোনা শনাক্ত হয়। তবে তার স্বামীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, মায়ের পর ছেলের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। তাকেও আমরা আইসোলেশনে নিয়ে আসবো।

মোসাইদ রাহাত/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।