করোনা রোগী শনাক্ত করবে মাগুরায় সেনাবাহিনীর ট্রাকিং পোস্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ১০:২২ পিএম, ০২ মে ২০২০

 

করোনাভাইরাস প্রতিরোধে মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াপদা এলাকায় চালু হয়েছে কোভিড-১৯ কন্টাক ট্রাকিং পোস্ট। বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি সহযোগিতা ও তত্ত্বাবধানে এ চেকপোস্ট স্থাপনে সহযোগিতা করেছে শ্রীপুর উপজেলা পরিষদ।

শনিবার (০২ মে) দুপুর ১২টায় মাগুরা-ঢাকা মহাসড়কের ওয়াপদা মহাসড়কে এ কন্টাক ট্রাকিং পোস্টির উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, লে. কর্নেল আতিফ ও শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিন।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এই ট্রাকিং পয়েন্ট দিয়ে যাওয়ার সময় প্রতিটি মানুষকে এখানকার স্বাস্থ্য ক্যাম্পে নিয়ে শরীরের তাপমাত্রাসহ করোনার নানা উপসর্গ পরীক্ষা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষায় করোনার ঝুঁকি কিংবা ভাইরাস শনাক্ত হলে তার বিষয়ে তথ্য সে যে জেলার অধিবাসী সেই জেলার জেলা প্রশাসককে জানিয়ে দেয়া হবে। এজন্যে তার ছবি তুলে রাখাসহ জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে সংরক্ষণ করা হচ্ছে।

এটি শুধু মাগুরা নয়; আশপাশের জেলায় করোনা রোগী শনাক্ত ও তা প্রতিরোধে ভূমিকা রাখবে বলেও জানান আর্টিলারি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি।

আরাফাত হোসেন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।