করোনাভাইরাস : নাটোর কারাগারের ১১ কয়েদির সাজা মওকুফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১০:২০ পিএম, ০৩ মে ২০২০

করোনাভাইরাসের কারণে বিশেষ বিবেচনায় নাটোরের ১১ জন সাজাপ্রাপ্ত কয়েদিকে ক্ষমা করে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে সরকার। এ সংক্রান্ত নির্দেশ নাটোর কারাগারে পৌঁছেছে। ইতোমধ্যে রোববার চারজনকে মুক্তি দেয়া হয়েছে। নাটোর কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

নাটোর কারাগারের জেল সুপার আব্দুল বারেক বলেন, দেশে করোনার প্রভাবে কারাগারে অল্প সাজাপ্রাপ্ত কয়েদিদের সাধারণ ক্ষমার আওতায় আনার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। সেই সিদ্ধান্তের আলোকে নাটোর কারাগারের ১৮ জন কয়েদিকে মুক্তির সুপারিশ করা হয়। এদের মধ্যে নানাদিক বিবেচনা করে ১১ জনের মুক্তির সিদ্ধান্ত দেয় সরকার। সেই সিদ্ধান্তের আলোকে রোববার চারজনকে মুক্তি দেয়া হয়েছে। বাকিদের মধ্যে কারও কারও বিরুদ্ধে অন্য মামলা থাকায় অথবা জরিমানার টাকা পরিশোধ না করায় ছাড়া যায়নি। তবে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, সাজা মওকুফের ভেতরে বেশিরভাগই রয়েছেন ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা।

রেজাউল করিম রেজা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।