মাগুরায় কৃষকের পাশে ছাত্রলীগ-ছাত্রদল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ০৪ মে ২০২০

হাজার হাজার হেক্টর জমিতে পাকা ধান। কিন্তু সেই ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না কৃষক। কৃষকের এমন বিপদের সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের ছাত্র সংগঠন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাগুরার বেশকিছু অঞ্চলের কৃষকদের পাকা ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

ধান কাটার এমন উদ্যোগে দুশ্চিন্তা দূর হয়েছে কৃষকের মন থেকে। যতদিন মাঠে ধান রয়েছে ততদিনই এ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র সংগঠন দুটি। তাদের এমন উদ্যোগে জেলার মানুষও খুশি।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নাহিদ হাসান ইভানের নেতৃত্বে ২৫ জন ছাত্রলীগ নেতা-কর্মী আঠারোখাদা ইউনিয়নের পশ্চিম বাড়িয়ালা গ্রামের অসহায় এক কৃষকের ধান কেটে প্রথম এ কার্যক্রম শুরু করেন। পরে উদ্বুদ্ধ হয়ে মাগুরা জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাগুরা জেলার নানা প্রান্তে গিয়ে কৃষকদের ধান কাটতে থাকেন।

তাদের এমন উদ্যোগে বসে থাকেনি অপর ছাত্রসংগঠন ছাত্রদলও। ছাত্রদলের নেতাকর্মীরাও এখন কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। সম্প্রতি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস.এম. আবু তাহের সবুজের নেতৃত্বে মাগুরা সদর উপজেলার ছোনপুর গ্রামের কৃষক মাহাবুব মিয়ার ১৩৫ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছেন নেতা-কর্মীরা।

জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে যেসব কৃষক আমাদের কাছে সহযোগিতা চাচ্ছেন আমরা সেসব কৃষকদের ধান কেটে সহযোগিতা করছি। মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর ভাই কৃষকের পাশে থাকতে আমাদের অনুপ্রেরণা দিচ্ছেন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. জাহিদুল আমিন জানান, মাগুরায় চলতি মৌসুমে ৩৭ হাজার ৩৭৫ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। যেখানে উৎপাদন হবে প্রায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন চাল। যা জেলার চাহিদা মিটিয়েও দেশের অন্য অঞ্চলের খাদ্যের যোগান দেবে।

আরাফাত হোসেন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।